চট্টগ্রাম নগরীতে গণহারে কুকুর হত্যা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:০৪

রিয়াজ সোহেল

গণহারে কুকুর হত্যা করা থেকে সরে এসেছে বাংলাদেশ। হত্যা না করে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমেই বর্তমানে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ভিন্নচিত্র দেখা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) এলাকায়। সেখানে গণহারে কুকুর হত্যা করেছে সিসিসি’র বর্জ্য পরিষ্কার দল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিষপান করিয়ে হত্যা করা হয়েছে এই কুকুরগুলোকে। তারপর ডাস্টবিন বক্সে কাছে অথবা ময়লা-আবর্জনার মধ্যে ফেলে রাখা হচ্ছে মৃত কুকুরগুলোকে। সর্বশেষ সিসিসি’র বর্জ্য পরিষ্কার দলটি ট্রাকে করে ডাম্প করছে কুকুরগুলোকে।

চট্টগ্রামের আন্দরকিল্লা চকবাজার লিংক রোডের ঘাট ফরহারবেদের একটি ছবিতে দেখা যায়, বিষ দিয়ে হত্যা করা হয়েছে প্রায় ১৫টি কুকুরকে। সেখানে প্রাপ্ত বয়স্ক কুকুরের পাশাপাশি হত্যা করা হয়েছে শিশু কুকুরগুলোকেও।

এ বিষয় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ড. সেলিম জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এরকম কোন নির্দেশনা ছিলো না।

নির্দেশনা ছাড়া এভাবে কুকুর হত্যার কারণে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা, তাও নিশ্চিত করতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত