পরিবেশ বান্ধব বাঁশের সাইকেল
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৪
জাগরণীয়া ডেস্ক
যুগ যুগ ধরে মানুষের প্রিয় বাহন হচ্ছে সাইকেল। বলা যায় এটি পরিবেশবান্ধব একটি যান। তারপরেও এই সাইকেলকে লোহার পরিবর্তে বাঁশ দিয়ে বানিয়েছেন একজন।
ভারতের বিজয় শর্মা এর মূল কারিগর।
পরিবেশবান্ধব এই বাঁশের সাইকেল বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে চলেছেন বিজয় শর্মা। এই সাইকেলের ফ্রেম তৈরি হয়েছে বাঁশ দিয়ে। সাইকেলের বডির বাকিটুকুতে ব্যবহার করা হয়েছে ফাইবার। শুধু হাতল, চাকা এবং প্যাডেলে ব্যবহার করা হয়েছে ধাতু।
বিজয় শর্মা জানান, তার বাবার ছিল ছুতোরের দোকান। খুব ছোট থেকে সেখানে কাজের সুবাদে পরিণত হয়েছে এই পরিবেশবান্ধব সাইকেল।