চট্টগ্রাম-রাঙামাটিতে আরও বর্ষণের আশঙ্কা
প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৪:৫৫
চট্টগ্রাম-রাঙামাটিতে আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পতেঙ্গা আবওহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের বর্ষা মৌসুমে সর্বোচ্চ ২৩৯ মিলিমিটার বৃষ্টি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পরে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার পর্যন্ত চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ অব্যহত থাকবে। তাই পাহাড় ধসের সতর্কতা জারি থাকবে।
এদিকে, টানা ভারী বর্ষণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান শহরের মদেরমহাল এলাকা পুরোপুরি পানিতে ডুবে গেছে। এছাড়া আরও অন্তত ১২টি স্থানে সড়কের ওপর পানি জমে গেছে। ফলে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না।
চট্টগ্রাম রেল স্টেশনে দুটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে।