চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

প্রকাশ : ০৯ জুন ২০১৮, ২১:০০

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, সেই সাথে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে -জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

৯ জুন (শনিবার) বিকেলে আবহাওয়া অধিদফতরের ভারী বর্ষণের সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে  শনিবার বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকা, বিশেষত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

উল্লেখ্য,২০১৭ সালের ১৩ জুন রাঙ্গামাটি ও চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় সেনা সদস্যসহ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত