কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৪টি ছবি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৭
আগামী ২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ সরকারের শিশু-কিশোর একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চারটি ছবি অংশ নিতে যাচ্ছে এই উৎসবে।
এ তালিকায় রয়েছে ফরিদুর রেজা সাগরের 'ছোটকাকু' সিরিজের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র 'কক্সবাজারে কাকাতুয়া', 'লেট করে সিলেটে' ও 'রাত বিরাতে সাতক্ষীরাতে'। তিনটি ছবিই পরিচালনা করেছেন আফজাল হোসেন।
এ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে রাবেয়া খাতুনের উপন্যাস নিয়ে তাহের শিপন নির্মিত ছোটদের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র 'একাত্তরের নিশান'।
শিশুনির্মাতা ও শিশু-কিশোরদের ওপর নির্মিত সারাবিশ্বের প্রায় ৩০০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে এবারের উৎসবে। এ আয়োজনের ভেন্যুগুলো হলো কলকাতার নন্দন ১-২-৩ প্রাঙ্গণ, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার ও অহিন্দ্রমঞ্চ।