২০০০ রুপির নোট দিয়ে গাউন!

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৮:০৭

জাগরণীয়া ডেস্ক

গত দুইমাস ধরে ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করায় এখন পুরো ভারত জুড়েই চলছে সঙ্কট সমালোচনা ও আলোচনা। এরই মধ্যে ভারতের নতুন ২০০০ রুপির নোটের প্রিন্ট দিয়ে একটি গাউন বানিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। আর সেই গাউন পরে তিনি ফটোশ্যুট করেছেন।

হঠাৎ করে দেখলে যে কারোই মনে হবে ২০০০ রুপির আসল নোট দিয়েই যেন পোশাকটা বানিয়েছেন কৃতি। পোশাকে থাকা ২০০০ রুপির নোটের ছাপ নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন কৃতি।

কৃতি অবশ্য তার নতুন পোশাক ঘিরে ওঠা বিতর্কে কোনও মন্তব্য করেননি। তিনি নিজে না অন্য কেউ এই পোশাকটি তৈরির পিছনে রয়েছে তা জানা যায়নি। তবে, ২০০০ রুপির নোট দিয়ে পোশাক বানিয়ে কৃতিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

সেলিব্রিটিদের পোশাক বিতর্কের চল এদেশে বহু পুরনো। কয়েক মাস আগে মোদির ছবি দিয়ে পোশাক বানিয়ে এবং তা পরে রীতিমতো বিতর্কে পড়েছিলেন একাধিক সেলিব্রিটি। একবার এক উঠতি অভিনেত্রী জাতীয় পতাকা দিয়ে হটপ্যান্ট বা স্প্যাগোটি টপ পরে বিতর্কে জড়ান। মল্লিকা শেরওয়াতও জাতীয় পতাকা দিয়ে শরীর ঢেকে উত্তেজক দৃশ্যে অভিনয় করে বিতর্ক বাঁধিয়েছিলেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত