কেমন জীবনসঙ্গী চান দীপিকা?

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৫

জাগরণীয়া ডেস্ক

বলিউডের প্রভাবশালী অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন।ইতোমধ্যে হলিউডেও নাম লিখিয়েছেন তিনি। 

তবে বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় কথা বলতে নারাজ দীপিকা মুখ খুললেন ‘ভোগ বিএফএফএস’শিরোনামের নতুন টক শোতে। যেখানে জীবনের কয়েকটি আকর্ষণীয় দিক নিয়ে কথা বলেছেন বলিউডের এই নায়িকা।  

কেমন জীবনসঙ্গী চান? এমন এক প্রশ্নের জবাবে দীপিকা বলেন, তার প্রেমিকের মধ্যে তিনটি গুণাবলি থাকতে হবে। রসিক, চোখে পড়ার মতো উচ্চতা আর সুন্দর একটা মন। সবশেষে প্রথম চুম্বন নিয়ে একটা প্রশ্ন করা হয় পিকু তারকাকে। 

তবে এ প্রসঙ্গে বুদ্ধিমত্ত্বার সঙ্গে এড়িয়ে গিয়ে ৩০ বছর বয়সী অভিনেত্রী জানান, এক থেকে তিন বছর বয়সেই এ অভিজ্ঞতা হয়েছে তার! তিনি কে? উত্তরে দীপিকার জবাব, ‘কে আবার? আমার মা-বাবা।’

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত