করোনা ভাইরাস আতঙ্কে প্যারিস সফর বাতিল দীপিকার

প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ২২:৫১

জাগরণীয়া ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে প্যারিস সফর বাতিল করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফ্র্যান্সের রাজধানীতে অনুষ্ঠেয় ফ্যাশন জগতের অন্যতম সেরা শো প্যারিস ফ্যাশন উইক-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে ফ্যাশন উইক-এ যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

শুধু দীপিকা পাড়ুকোনই নন, বলিউডের আরও অনেক তারকা করোন ভাইরাস আতঙ্কে সাবধানতা অবলম্বন করে বিদেশ সফর থেকে বিরত আছেন।

এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য বিখ্যাত ফ্যান্সের কান শহরে সম্প্রতি একজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছেন এ বছরের কান চলচ্চিত্র উৎসবও।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ১২৫ জন মানুষ মৃত্যু বরণ করেছেন। দিন দিন এই ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। ভাইরাসটির ভয়াবহ ছোবল পড়েছে ৭৩ দেশে, এর মধ্যে রয়েছে ফ্র্যান্সও।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত