ফেমিনার প্রচ্ছদে দীপিকা

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৮

জাগরণীয়া ডেস্ক

ফেমিনা সাময়িকীর প্রচ্ছদে এবার জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কালো রঙের পোশাক ও ব্রোঞ্জ রঙের জ্যাকেটে ফেমিনার প্রচ্ছদে হাজির হয়েছিলেন দীপিকা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দীপিকা পাডুকোন, রানি আবারও জেগে উঠলেন- প্রচ্ছদে এমনই একটি টাইটেল জুড়ে দেয়া হয়েছে। সেই সাথে তাকে উজ্জ্বল ও সুন্দরী বলেও অভিহিত করেছে সাময়িকীটি। সাফল্য আর বিতর্কে ঘেরা পদ্মাবত চলচ্চিত্র নিয়েই এবারের ফেমিনার সংখ্যা। 

এরই মধ্যে দীপিকার অভিনীত পদ্মাবত চলচ্চিত্রটি ভারতীয় বক্স অফিসে শতকোটি ব্যবসা করে ফেলেছে। আগামিতে বিশাল ভারদ্বাজের পরিচালনায় আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত নেত্রী স্বপ্না দিদির জীবনী নির্ভর ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এছাড়া ডিজে ক্রুসোর পরিচালনায় ‘এক্স এক্স এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’-এর দ্বিতীয় পর্বে আবারও দেখা যাবে দীপিকাকে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত