পাকিস্তানে নিষিদ্ধ ‘ভীরে ডি ওয়েডিং’
প্রকাশ : ৩১ মে ২০১৮, ২০:৪৩
অশ্লীলতার দায়ে পাকিস্তানে ছাড়পত্র পায়নি কারিনা কাপুর ও সোনম কাপুর অভিনীত বলিউড ছবি ‘ভীরে দি ওয়েডিং’।
এ প্রসঙ্গে পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস’র (সিবিএফসি) চেয়ারম্যান দন্যাল জিলানী আইএএনএস’কে বলেন, বোর্ডের সদস্যদের কাছে সমালোচিত হওয়ায় পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছেন এই ছবিটি। ১৯৮০ সালের ফিল্ম সেন্সর আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৯ মে (মঙ্গলবার) ছবিটি পাকিস্তানের সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়।
আগামী ১ জুন (শুক্রবার) ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করছেন চার অভিনেত্রী কারিনা, সোনম, সারা ভাস্কর ও শিখা তালসানিয়া। এ ছবিটি প্রযোজনা করেছেন সোনমের বোন রিয়া কাপুর। এতে সহ-প্রযোজক হিসেবে রয়েছেন রেহা কাপুর, একতা কাপুর ও নিখিল। বিয়ের পর এটিই সোনমের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। অপরদিকে, মা হওয়ার পর এটিই কারিনার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।