ফরাসি নির্মাতা লুক বেসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
প্রকাশ : ২১ মে ২০১৮, ২২:২২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2018/05/21/image-15426.jpg)
৫৯বছর বয়সী ফরাসি চলচ্চিত্র নির্মাতা লুক বেসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর সিএনএন এর।
গত ১৭ মে প্যারিসের ব্রিস্টল হোটেলে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগকারী দাবি করেছেন। ফ্রান্সের পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
যদিও এই চিত্রপরিচালকের আইনজীবী থিরি মেরেমবার্ট তার ক্লায়েন্টের উপর আরোপিত সমস্ত অভিযোগ স্পষ্টভাবেই অস্বীকার করেছেন।
প্রখ্যাত চিত্র পরিচালক লুক বেসন ‘লে গ্র্যান্ড ব্লু’, ‘লুসি’, ‘সাবওয়ে’, ‘দ্য ফিফথ এলিমেন্ট’, ‘দ্য বিগ ব্লু’, ‘নিকিতা’ চলচ্চিত্রের জন্য বিশ্বজুড়েই খ্যাতি অর্জন করেছেন। ২০০০সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতিও হয়েছিলেন তিনি।