পদ্মাপাড়ের জীবন নিয়ে চলচ্চিত্র ‘পদ্মপূরাণ’

প্রকাশ : ১৬ মে ২০১৮, ১৬:৫২

জাগরণীয়া ডেস্ক

পদ্মা নদীর তীরবর্তী মানুষের জীবন নিয়ে চলচ্চিত্র ‘পদ্মপূরাণ’ নির্মাণ করছেন নির্মাতা রাশিদ পলাশ।

গত ৬ মে থেকে রাজশাহীর পদ্মা নদীর চরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। পুণ্য ফিল্মস'র প্রযোজনায় এ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন রায়হান শশী। শুটিং শুরুর দিনে শুটিং স্পটে হাজির হয়েছিলেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা রাশিদ পলাশ বলেন, পদ্মা নদীর ভাঙন আর গড়ার মাঝে পাড়ের মানুষের জীবনের বিবর্তনের গল্প এ ছবি। এটা কোন হিরো হিরোইন বেজ গল্প নয়।

এ চলচ্চিত্রে প্রথমবারের মত একসঙ্গে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী চম্পা ও ছোট ও বড়পর্দার গুণী অভিনেত্রী শম্পা রেজাকে।  শম্পা রেজা এই সিনেমায় অভিনয় করছেন হিজরাদের সরদারের চরিত্রে। আর চম্পা অভিনয় করেছেন ফেনসিডিল বিক্রেতার চরিত্রে।

অন্যান্যদের মধ্যে আরও রয়েছেন সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর প্রমুখ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত