মুক্তির অপেক্ষায় নির্মাতা সাকি ফারজানার ‘ছেলেমানুষী’
প্রকাশ : ১৬ মে ২০১৮, ১৪:০০
রিয়াজ সোহেল
মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে তরুণ নির্মাতা সাকি ফারজানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছেলেমানুষী’ মুক্তির অপেক্ষায়। গত বছরের শেষ দিকে এ চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন তিনি। যাবতীয় কর্মযজ্ঞ শেষে সম্প্রতি চূড়ান্ত কপি হাতে পেয়েছেন নির্মাতা।
নির্মাতা সাকি জানান, ধর্ম নিয়ে মাতামাতিটা মহামারি পর্যায়ে পৌঁছেছে। সংখ্যালঘু সম্প্রদায় স্বাধীন দেশের নাগরিক হয়েও কোণঠাসা। এ রকম পরিস্থিতি পর্যবেক্ষণ থেকে গল্পটিকে ছবিতে রূপান্তরে আগ্রহী হই। ১৯ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের চলচ্চিত্রটি অংশগ্রহণ করবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে।
তরুণ এ নির্মাতা আরো জানান, চলচ্চিত্রের দৈর্ঘ্য নিয়ে চিন্তিত নই। পূর্ণদৈর্ঘ্যের আয়োজন বেশি, ভোক্তাও আলাদা। গল্পই বলে দেবে চলচ্চিত্র পাঁচ মিনিট হবে নাকি এক ঘণ্টা পাঁচ মিনিট হবে।