সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন প্রয়াত শ্রীদেবী
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৮, ১৯:৩০
ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা অভিনেত্রী হিসেবে ভূষিত হলেন বলিউডের কিংবদন্তী তারকা শ্রীদেবী (মরণোত্তর)। রবি উদায়ার পরিচালিত ‘মম’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রীদেবীকে এই পুরস্কারে ভূষিত করা হলো।
একই ছবির জন্য সেরা আবহ সংগীত শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন এ আর রহমান।
দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন ৮০ র দশকের অন্যতম রোমান্টিক অভিনেতা প্রয়াত বিনোদ খান্না।
এদিকে, কৌশিক গাঙ্গুলীর ‘নগরকীর্তন’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার ঘরে তুলেছেন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন। মাত্র ১৯ বছর বয়সে জাতীয় পুরস্কার পেয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন বাংলার এই অভিনেতা। ছবিটি এ আসরে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও পেয়েছে।
বিভিন্ন ভাষায় সেরা ছবির তালিকায় রয়েছে-অসমীয়া ছবি ‘ভিলেজ রকস্টারস’, সেরা হিন্দি ছবি ‘নিউটন’, সেরা জনপ্রিয় ছবি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। সেরা তেলুগু ছবি ও স্পেশাল এফেক্টের পুরস্কারও ঘরে তুলেছে বাহুবলী।
সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার পেয়েছে অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’। জয়রাজ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন, মালায়ালাম ছবি ‘ভায়ানাকাম’এর জন্য। ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির ‘গোরি তু লাঠ মার’ গানটি সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে।