বই বাবার, প্রচ্ছদ কন্যার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৯
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতের চারটি বই এবারের বইমেলায় আসছে। আর সবগুলোর বইয়ের প্রচ্ছদ করেছেন তার মেয়ে একসময়ের জনপ্রিয় টিভি তারকা বিপাশা হায়াত।
এ বিষয়ে আবুল হায়াত বলেন, এখন পর্যন্ত ২৬টি বই বেরিয়েছে আমার। বিভিন্ন সময় পত্রপত্রিকায় কলাম সংকলন নিয়ে এবারের বইমেলায় আসছে ৩টি বই আর গল্পগ্রন্থ আসছে একটি। সব বইয়ের প্রচ্ছদ বিপাশার করা। বিপাশা চারুকলায় ভর্তি হওয়ার পর আর কাউকে দিয়ে আমার বইয়ের প্রচ্ছদ করাতে হয়নি।
বাবার বইয়ের প্রচ্ছদ করা নিয়ে জানতে চাইলে বিপাশা বলেন, বাবার লেখার সঙ্গে ছোটবেলা থেকে পরিচয়। বাবার ব্যক্তিগত পছন্দটুকু ধরতে পারি, তাই প্রচ্ছদ করতে আলাদা একটা সুবিধা পাই। বিষয়টি আমি উপভোগও করি।
উল্লেখ্য, আবুল হায়াতের বিভিন্ন সময়ের কলাম ও পত্রপত্রিকায় লেখনীর সংকলন নিয়ে অনন্যা প্রকাশনী থেকে বেরোচ্ছে ‘এসো নীপবনে’, ‘ঢাকামি’ ও ‘জীবন খাতার ফুটনোট’। শব্দ শিল্প প্রকাশনী থেকে বেরোচ্ছে গল্পের বই ‘মিতুর গল্প’।