আবারও গানে বাজিমাত প্রিয়াঙ্কা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৭, ২৩:৪০
হলিউড ও বলিউডের ব্যস্ত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন তিনি। প্রিয়াঙ্কার কণ্ঠে ‘ইন মাই সিটি’, ‘এক্সোটিক’ ও ‘আই কান্ট মেক ইউ লাভ মি’ সিঙ্গেল গানগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এবার আবারও নিজের কণ্ঠে আরেকটি সিঙ্গেল গান নিয়ে ভক্তদের মাঝে হাজির হয়েছেন এই নায়িকা।
প্রিয়াঙ্কার ‘ইয়াং অ্যান্ড ফ্রি’ শিরোনামের এই নতুন গানটি তৈরি করেছেন অস্ট্রেলিয়ান ডিজে উইল স্পার্কস। ‘আলট্রা মিউজিক’ তাদের ইউটিউব চ্যানেলে ১১ আগস্ট (শুক্রবার) গানটি প্রকাশ করেছে।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, গানটি তিনি নিজেই লিখেছেন। তার জীবনের একটি দুর্দিনের সময়ে এই গানটি লেখা।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা চারটি সিঙ্গেল গান ছাড়া বিভিন্ন ছবিতেও গান করেছেন। তার গাওয়া প্রথম প্লেব্যাক গান ছিলো ‘উল্লাথাই কিল্লাথে’। এটি একটি তামিল ছবির গান যা ২০০২ সালে মুক্তি পেয়েছিল। এছাড়া বলিউডের কয়েকটি ছবিতেও তার গান পাওয়া গেছে।