রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের পাঁচটি বাস দিচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৭:৪৫
শিক্ষার্থীদের জন্য শহীদ রমিজউদ্দিন কলেজকে পাঁচটি বাস ও স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের প্রতিটি স্কুল সংলগ্ন রাস্তায় স্পিড ব্রেকার ও শুধু স্কুলের জন্য প্ল্যাকার্ড সম্বলিত বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে বলে জানান তিনি।
২ আগস্ট (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবার।
আবেগঘন পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মন দিয়ে তাদের কথা শোনেন, সান্ত্বনা দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
নিহত দু’জনের পরিবার ও স্কুলের প্রিন্সিপালের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী শোকাহত দুই পরিবারকে ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, শিক্ষা সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও প্রধানমন্ত্রী প্রেস সচিব।