শাহবাগে হরতাল সমর্থনকারীদের ওপর হামলা, রাবি’তে বিক্ষোভ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ১৭:৪৮
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎপ্রকল্প চুক্তি বাতিলের দাবিতে ঢাকার শাহবাগে চলমান হরতালে সমর্থনকারীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ২টায় তারা দলীয় টেন্ট থেকে মিছিলটি নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি মেনহাজুল আবেদিন বলেন, হরতাল চলাকালে পুলিশ হরতাল সমর্থনকারীদের ওপর হামলা চালিয়ে হরতাল ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। পুলিশ আহত অবস্থায় কয়েকজন সাংস্কৃতিক কর্মীকে ধরে শাহবাগ থানায় আটক করে রেখেছে। আটককৃতদের নিশর্ত মুক্তির দাবি জানান তিনি।
এসময় তিনি দাবি করেন, শাহবাগে পুলিশের হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি প্রিন্স, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাকন বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের সকলেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, রাবি শাখা ছাত্রফ্রন্টের সহসভাপতি তাসনুফা তাহারিনসহ ছাত্রজোটের নেতাকর্মীরা।
তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটি ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল (৬টা-২টা) আহ্বান করে। এর পাশাপাশি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও দেয় সংগঠনটি।