দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১৫ মে ২০১৭, ১৩:১০
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
১৪ মে (রবিবার) ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে বের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন অংশগ্রহণকারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘নিপীড়নপ্রবণ সমাজের একটি ভয়ংকর দিক হচ্ছে যৌন সহিংসতা। যৌন সহিংসতার সাথে ক্ষমতার সম্পর্ক জড়িত। ক্ষমতার কারণে যে বেপরোয়া চিন্তা-ভাবনা, মানুষের প্রতি অসম্মান ও বাহাদুরি তৈরি হয় তার কারণেই নিপীড়নের ঘটনা ঘটে। এক্ষেত্রে নীরবতা ভঙ্গ করাই সবচেয়ে বড় লড়াই।’
সমাবেশে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলি বলেন, ‘ধর্ষণের জন্য নারীর পোষাক, চালচলনকে দায়ী করতে একটি পক্ষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তাদের প্রতি প্রশ্ন, তাহলে শিশুরা কেন যৌন নিপীড়নের শিকার হচ্ছে?’
দেশব্যাপী চলমান যৌন সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।