বরিশাল শিক্ষা বোর্ডে মেয়েরা এগিয়ে

প্রকাশ : ০৪ মে ২০১৭, ১৭:৩৯

জাগরণীয়া ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে পাস ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে।

বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, এবারে ৯৩ হাজার ৬৭৬ পরীক্ষার্থ অংশ নিয়ে ৭২ হাজার ৩৫৮ (৭৭.২৪%) জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৩৬ হাজার ৯৬৭ ( ৭৯.৮২%) ছাত্রী ও ৩৫ হাজার ৩৯১ জন ছাত্র। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রীরা সংখ্যা ১ হাজার ২৫৫ ও ছাত্র ১ হাজার ৩৩ জন।

আজ বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম এ তথ্য জানান।

জেলা ভিত্তিক ফলাফলে প্রথমে ঝালকাঠি জেলা যার পাসের হার ৮২ দশমিক ৭৮ শতাংশ যার মধ্যে ৩০টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ। এরপর যথাক্রমে বরিশাল পাশের হার ৮০ দশমিক ১৪ শতাংশ যার মধ্যে ২৮টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ, পিরোজপুর জেলায় পাশের হার ৭৮ দশমিক ৫৯ শতাংশ এর মধ্যে ১৩ টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ, পটুয়াখালী জেলার গড় পাশ ৭৫ দশমিক ৯৪ শতাংশ এ জেলায় ৪টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ, বরগুনা জেলায় এই হার ৭২ দশমিক ২১ শতাংশ এখানে ৬টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ আর সর্বশেষে ৭০ দশমিক ৫৮ শতাংশ এতে ৬টি প্রতিষ্ঠানে শত ভাগ উত্তীর্ণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত