যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষক বরখাস্ত
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৭, ০৬:০৮
জাগরণীয়া ডেস্ক
যৌন হয়রানির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৫ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৫টায় ইবি'র ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী ওই শিক্ষককে বরখাস্ত করেন। একই সঙ্গে এই ঘটনায় হাইকোর্টের নির্দেশে প্রফেসর ড. নাসিম বানুকে আহ্বায়ক করে ৯সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, আসাদুজ্জামানের বিরুদ্ধে ওই বিভাগের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইবি প্রশাসন জরুরি সভা আহ্বান করে। সভায় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। এর আগে ২০১২ সালে আসাদুজ্জামানকে একই ধরণের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
0Shares