মাতৃভাষায় বই চায় ঠাকুরগাঁও এর আদিবাসী শিশুরা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৬
মাতৃভাষায় পাঠ্যবই দাবি করেছে ঠাকুরগাঁওয়ের সাঁওতালসহ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা।
দেশের কিছু কিছু জায়গার আদিবাসী শিশুরা মাতৃভাষায় পাঠ্যবই পেলেও ঠাকুরগাঁও এর এসব জনগোষ্ঠীর শিশুরা এখনও বাংলা ভাষার বই পড়ছে।
আদিবাসী শিক্ষার্থী রোজিনা মার্ডি বলে, "স্কুলে বাংলা ভাষার বই পড়তে অনেক কষ্ট হয়। আবার বাসায় গিয়ে মাতৃভাষায় কথা বলতে হয়। স্কুলের বই যদি আমাদের নিজস্ব ভাষায় হয় তাহলে অনেক ভালো হয়।”
সুজন মোরমো নামের আরেক শিক্ষার্থী বলে, “আমি বাংলা ভাষায় ভালো করে কথা বলতে পারি না। বাংলা উচ্চরণ করতে কষ্ট হয়।”
আদিবাসী শিক্ষক আসুন তাকেজ জানান, মাতৃভাষায় এখানে পাঠ্যবই নেই। স্কুলে আদিবাসী ছাত্রের সংখ্যা কম থাকার এটা একটা কারণ।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, “সরকার ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর শিক্ষা, অধিকার, ভাষা রক্ষায় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর ভাষা লিপি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করেছে।”