বঙ্গমাতা ও শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় হচ্ছে
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৪
জাগরণীয়া ডেস্ক
‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন’এর খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
জামালপুরের মেলান্দ উপজেলায় শেখ ফজিলাতুন্নেছা ফিশারিজ কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে।
আর ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নেত্রকোনায় হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিশ্ববিদ্যালয় দুটির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের আইনের মতোই এই দু’টি বিশ্ববিদ্যালয় চলবে।