হরতালে পুলিশি বাধা, সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৭, ২০:৩৭
সুন্দরবন রক্ষার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা বৃহস্পতিবারের আধাবেলা হরতালে পুলিশের বাধা প্রতিবাদে সোমবার ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম-আহ্বায়ক ইকবাল কবীর।
'জোটের নেতা, জাতীয় কমিটির নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের মারমুখী ভূমিকা'র প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে ইকবাল কবীর বলেন, “সাংবাদিকসহ জোট এবং জাতীয় কমিটির ওপর পুলিশি হামলার প্রতিবাদে আগামী সোমবার ঢাকা মহানগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।”
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম-আহ্বায়ক সরকার আল ইমরান ও ছাত্র ইউনিয়নের সাংগঠিক সম্পাদক সুমন সেনগুপ্ত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে আধাবেলা হরতালে অংশ নিতে শাহবাগে জড়ো ছাত্রদের ওপর টিয়ার শেল, জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে জোটের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
ওইদিন হরতালে খবর সংগ্রহের সময় পুলিশ এটিএন নিউজের এক সাংবাদিক ও ক্যামেরা পারসনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে মারধরও করে।