জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক যুগ

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৮:৫৬

জাগরণীয়া ডেস্ক

দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক যুগে পদার্পণ করল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ১২তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

পাঠশালা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ অতঃপর পাবলিক বিশ্ববিদ্যালয়। এমন ইতিহাস নিয়েই পথ চলছে দেশের একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হবে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর হতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি বের হবে।
 
এরপর সংগীত বিভাগের উদ্যোগে সকাল ১১টায় সংগীতানুষ্ঠান, বেলা ১২টায় আলোচনা সভা, দুপুর ২টায় যাত্রাপালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এবার ভিন্ন মাত্রায় যোগ করতে আসছেন নগর বাউল ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত