রাজশাহীতে ছাত্রী হোস্টেলে ছাত্রলীগের হামলা, আহত ১০

প্রকাশ : ২৭ মে ২০১৬, ২০:৫৮

জাগরণীয়া ডেস্ক

রাজশাহী কলেজ ছাত্রী হোস্টেলের ছাত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ করায় ফের হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেত্রী শাবানার নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে হোস্টেলের ১০ ছাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ছাত্রলীগ নেত্রী শাবানা কলেজের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মে) সকালে এক ছাত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে ওই দিন বিকালে মহিলা হোস্টেলের ছাত্রীরা বিক্ষোভ করেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেত্রী শাবানার নেতৃত্বে একদল বহিরাগত হোস্টেলের ভেতরে প্রবেশ করে কয়েকটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ১০ ছাত্রী আহত হন। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও কলেজের অধ্যক্ষ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত। কলেজ কর্তৃপক্ষ বিষয়টির সমাধান করে দেবে। তবে হোস্টেলের প্রধান গেট আপাতত পুলিশ নজর আছে।

বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন বলেন, রাজশাহী কলেজের ছাত্রী হোস্টেলে ব্যাপক ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত