এইচএসসির ৫ দিনের পরীক্ষার সূচি পরিবর্তন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৯, ২০:৫৬

জাগরণীয়া ডেস্ক

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচি পরিবর্তন করা হয়েছে।

১৭ এপ্রিলের পরীক্ষা ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে অনুষ্ঠিত হবে।

৮ এপ্রিল (সোমবার) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২১ এপ্রিল রাতে শবেবরাত পালিত হবে, সরকারি ছুটি থাকবে পরদিন ২২ এপ্রিল। ২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবেবরাতের ছুটি ধরে পরীক্ষার সূচি প্রণয়ন করা হয়েছিল। শবে বরাতের কারণে একদিনের এবং অন্য পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত