এইচএসসি পরীক্ষা: সব ধরণের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৬:২৪
জাগরণীয়া ডেস্ক
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আগামী পহেলা এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরণের কোচিং বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
২৫ মার্চ (সোমবার) সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা চলাকালীন পুরোটা সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। যেহেতু আমরা বিশেষ কোনও ব্যবস্থা নিতে পারছি না, তাই এবার সব ধরনের কোচিং বন্ধ থাকবে।
সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল থেকে। এ পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী।