চবির হলে বহিরাগত তরুণী, মুচলেকা দিয়ে মুক্তি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০১
জাগরণীয়া ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের একটি আবাসিক হল থেকে এক বহিরাগত তরুণীকে আটক করা হয়। তবে আটক তরুণীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা শেখ শামীম।
শেখ শামীম জানান, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের অতিথি কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় বগিরাগত এক তরুণীকে আটক করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের খাইরুল ইসলাম ও ঐ তরুণীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. বশির আহাম্মদ জানান, এ ঘটনায় ঐ আবাসিক হলের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী মো. জিয়াউল হক ও মো. ইউনুছকে শোকজ করা হয়েছে।