ভিকারুননিসায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:০৩
রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
৭ ডিসেম্বর (শুক্রবার) বেলা সাড়ে ১২টায় পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে টানা তিনদিন প্রতিষ্ঠানটির সব ক্লাস-পরীক্ষা স্থগিত ছিল। গত ৬ ডিসেম্বর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসে শিক্ষকরা। এসময় স্কুলের গভর্নিং বডি শিক্ষার্থীদের সব দাবী মেনে নিলে তারা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেয়।
গত ৬ ডিসেম্বর অরিত্রীকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার মামলার আসামি অরিত্রীর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগের দিন ৫ ডিসেম্বর (বুধবার) রাতে হাসনা হেনাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অপর দুই আসামি হলেন প্রতিষ্ঠানটির বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিনাত আখতার। এই তিনজনের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বন্ধ করা হয়েছে।