ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮১%
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৮০ দশনিক ৫৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। উত্তীর্ণ হয়েছে মাত্র ১৯ দশমিক ৪৫ শতাংশ।
৮ অক্টোবর (সোমবার) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ হাজার ৬৮১ শিক্ষার্থী। এর মধ্যে অঙ্কন পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় ১ হাজার ৫৬৬ জন। এরপর সেখান থেকে অঙ্কন পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৬৯ জন। পাশের হার শতকরা ১৯ দশমিক ৪৫ ভাগ। ‘চ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১৩৫টি।
বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU CHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবেন।