ধন্য মা, ধন্য ছেলে

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯

জাগরণীয়া ডেস্ক

মায়ের কোলে চড়ে স্কুল-কলেজে আসা যাওয়া করেছেন নেত্রকোনার হৃদয় সরকার। এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও পাস করলেন।

গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বি-ইউনিটের পরীক্ষায় মায়ের কোলে চড়েই অংশগ্রহণ করেছিলেন শারিরীক প্রতিবন্ধী হৃদয়। মায়ের কোলে চড়ে পরীক্ষা দিতে আসা হৃদয় সরকারের একটি ছবি সামাজিক মাধ্যমে তখন ভাইরাল হয়ে যায়। ছবিটি অনেকেই শেয়ার করে প্রশংসা করেছেন অদম্য মা ও তার ছেলেকে। যদিও ঐ শিক্ষার্থীর পরিচয় তখন জানা যায়নি। পরে জানা গেছে, ঐ পরীক্ষার্থীর নাম হৃদয় সরকার। ছোটবেলা থেকেই তিনি হাঁটতে পারেন না। এছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করে না।

হৃদয়ের পরিচিত ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, ছোট থেকেই হৃদয় তার মায়ের কোলে চড়ে স্কুল-কলেজে আসা যাওয়া করত। এখন পর্যন্ত তাকে যতবার দেখেছি তার মায়ের কোলেই দেখেছি। কলেজে থাকতে প্রতিদিন ওর মা ওকে ৪ তলাতে উঠাত আবার নিয়ে যেত।

হৃদয় ভর্তি পরীক্ষায় ৩৭৪০ তম হয়েছেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত