রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৫:৫৬

জাগরণীয়া ডেস্ক

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে আন্ডারপাস নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আগামী ১২ আগস্ট (রবিবার) আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া ৫টি বাসও হস্তান্তর করা হয়।

গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিম নিহত হন।

এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। পরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তা দেশের বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়তে শুরু করে। রাজধানীসহ সারাদেশে নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে উঠে। পরে সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত