শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে জরুরী বৈঠকে শিক্ষামন্ত্রী
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৪:১১
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্কুল ও কলেজের প্রধানদের সঙ্গে জরুরী বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৈঠকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান প্রধানদের থাকতে বলা হয়েছে। এ বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান জানান, ৫ আগস্ট (রবিবার) বিকাল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কলেজের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালদের সঙ্গে এবং বিকাল ৫টায় স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা কী করবো, প্রধান শিক্ষক ও কলেজের প্রধানরা কী করবেন, কী করা উচিত তা নিয়ে আলোচনা করবো। তারাও বলবেন কী করা উচিত। এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন।