হবিগঞ্জে ক্লাসে হঠাৎ করে ১৯ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ২৩:৪০

জাগরণীয়া ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ক্লাসচলাকালীন সময়ে হঠাৎ করে ১৯ শিক্ষার্থী অসুস্থ পড়েছেন। এদের মধ্যে ১৩ জনকে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- ঝুমা আক্তার, সোহাগ মিয়া, তন্বী আক্তার, লিজা আক্তার, নাহিদা বেগম, লোপা আক্তার, নাজমুল মিয়া, শাকিল মিয়া, রেহানা আক্তার, সাবিকুন্নাহার, সোহেদা আক্তার, লিমা আক্তার এবং রমজানুন্নেছা। বাকিদের নাম জানা যায়নি।

২৮ জুলাই (শনিবার) দুপুরে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক চৌধুরী জানান, কয়েকদিন ধরে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। শনিবার দুপুরে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছে। 

এদিকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল।

চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছে। তাদের প্রত্যেককেই স্যালাইন দেওয়া হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত