এইচএসসি ও সমমানের পরীক্ষা

পাসের হারে শীর্ষে বরিশাল, জিপিএতে ঢাকা

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৫:৫০

জাগরণীয়া ডেস্ক

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের দিক থেকে এগিয়ে রয়েছে বরিশাল বোর্ড। আর দিনাজপুর বোর্ড থেকে সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে।

এবার উচ্চ মাধ্যমিকে ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

১৯ জুলাই (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৭০ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে আট সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড। আর দিনাজপুর বোর্ডের ৬০ দশমিক ২১ শতাংশ পাসের হার সারা দেশের মধ্যে সবচেয়ে কম। ৬৬ দশমিক ৫১ শতাংশ পাসের হার নিয়ে গত দুই বছরের মত এবারও দ্বিতীয় অবস্থানে রাজশাহী বোর্ড। আর ৬৬ দশমিক ১৩ শতাংশ পাস নিয়ে ঢাকা বোর্ডের অবস্থান তৃতীয়।

চতুর্থ অবস্থানে থাকা কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ; ৬২ দশমিক ৭৩ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে আছে চট্টগ্রাম বোর্ড; ষষ্ঠ অবস্থানে থাকা সিলেট বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ এবং সপ্তম স্থানে থাকা যশোর বোর্ডে পাস করেছে ৬০ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৮ হাজার ৬৭ শতাংশ এবং কারিগরি বোর্ডের বোর্ডে ৭৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।


জিপিএ-৫

প্রকাশিত ফলাফলে দেখা যায়,  আট শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে ১২ হাজার ৯৩৮ জন জিপিএ পেয়েছেন।  দ্বিতীয় অবস্থানে রাজশাহী। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৩৮ জন। দুই হাজার ২৯৭ জন জিপিএ-৫ পেয়েছেন দিনাজপুর বোর্ডে। এছাড়া যশোর বোর্ডে ২ হাজার ৮৯, চট্টগ্রামে ১ হাজার ৬১৩, বরিশালে ৬৭০, সিলেটে ৮৭৩ এবং কুমিল্লায় ৯৪৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

মাদ্রাসা বোর্ডে ১ হাজার ২৪৪ জন, কারিগরি বোর্ডে ২ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত