নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের উপর আবার চড়াও ছাত্রলীগ

প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৫:২৬

জাগরণীয়া ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের আবার চড়াও হয়েছে ছাত্রলীগের কর্মীরা।

১৫ জুলাই (রবিবার) সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সোয়া ১২টার দিকে শহীদ মিনারে মানববন্ধনে দাঁড়ায় নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এর পাশেই গুজবে কান দেবেন না স্লোগানে ছাত্রলীগের কর্মীরা পৃথক মানববন্ধনে দাঁড়ায়। এ সময় তারা মাইকে পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকে। এর কিছুক্ষণ পর দুইপক্ষই মিছিল নিয়ে শহীদ মিনার থেকে টিএসসির দিকে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পরই বঙ্গবন্ধু টাওয়ারের সামনে হামলা শুরু করেন ছাত্রলীগের কর্মীরা।

নিপীড়নবিরোধী কর্মসূচিতে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দীন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক, আবদুর রাজ্জাক প্রমুখ, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিভাবক  ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তবে হামলাকারীরা শিক্ষার্থীদের মারধর করেন।
দুইপক্ষের কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত