নিরাপদ ক্যাম্পাসের দাবীতে ঢাবি’র ৩ ছাত্রী হলে বিক্ষোভ
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ১৪:৪৭
নিরাপদ ক্যাম্পাস চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ ছাত্রীহলে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই (বুধবার) বেগম রোকেয়া হলে রাত সাড়ে ১০টা, শামসুন্নাহার হলে রাত সাড়ে ১১টা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভরত ছাত্রীরা এসময় আন্দোলনে আটকদের মুক্তির দাবি জানান তারা। সেই সাথে কোটা সংস্কারে আন্দোলনরত ছাত্রীসহ শিক্ষার্থীদের ওপর হামলা, নেতাদের গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদ জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে রোকেয়া হলের এক ছাত্রী বলেন, ছাত্রলীগ আমাদের নিরপরাধ ভাই-বোনদের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই। একই সঙ্গে মিথ্যা ও বানোয়াট মামলায় আটক রাশেদসহ সবার মুক্তি চাই।
তিনি বলেন, রাশেদকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে তার মুক্তি চাই। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আমাদের আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি।
বিক্ষোভে ‘আর নয় ভয়, এবার হবে জয়’, আমার ভাই নিখোঁজ কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দেন ছাত্রীরা।