এসএসসি পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮শ ৮৯ জন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৮, ১৬:৪৩

জাগরণীয়া ডেস্ক

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮শ ৮৯ জন পরীক্ষার্থী। 

৩১ জানুয়ারি (বুধবার) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩শ ৭৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় দুই লাখ ৮৯ হাজার ৭শ ৫২ জন এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭শ ৬৯ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২শ ১২ জন ছাত্র এবং ১০ লাখ ৮ হাজার ৬শ ৮৭ জন ছাত্রী। গতবছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন।

৩ হাজার ৪১২টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ পরীক্ষা আগামি ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ২৪ ফেব্রুয়ারি (শনিবার) তত্ত্বীয় বিষয়ের ২৪ দিনে ১৭ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলে ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত