অভিন্ন প্রশ্নপত্রে সব বোর্ডে এসএসসি পরীক্ষা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৮:২৭
জাগরণীয়া ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে শিক্ষার মান এক রাখার জন্য অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত পরীক্ষায় এবার সব শিক্ষাবোর্ডের ছাত্রছাত্রীরা একই প্রশ্ন পাবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকের পর তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘সারাদেশে শিক্ষার মান যেন একই হয় সেজন্য এসএসসি পরীক্ষায় সব বোর্ডে অভিন্ন প্রশ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আলোচনা হয়েছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্ন থাকার কারণে শিক্ষার মান একইরকম থাকে না। এজন্য শিক্ষার্থীরা এবার একই প্রশ্নে পরীক্ষা দেবেন।’