শুরু হচ্ছে ৮ম রসায়ন অলিম্পিয়াড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ২১:২২

জাগরণীয়া ডেস্ক

শুরু হতে যাচ্ছে ৮ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড। ১৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় শুরু হবে অলিম্পিয়াডের ১ম পর্যায়ের পরীক্ষা।

১৭ জানুয়ারি (বুধবার) বিকেলে বাংলাদেশ রসায়ন সমিতির চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুনির উদ্দিন নগরীর প্রেস ক্লাবের ইনঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৪ হাজার পরীক্ষার্থী, তার মধ্যে  চট্টগ্রামের রসায়ন বিজ্ঞানীর সংখ্যাই বেশি। কেন্দ্র নির্ধারন করা হয়েছে চট্টগ্রাম কলেজকে। ১ ঘন্টার লিখিত পরীক্ষা শেষে চট্টগ্রাম কলেজ থেকে একটি র‌্যালি যা শহর ঘুরে আবার কলেজে এসে শেষ হবে। র‌্যালি শেষে বিজ্ঞানের উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শনী হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত