ছাত্রী নিপীড়নের বিচারের দাবিতে উত্তপ্ত ঢাবি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৩৬

জাগরণীয়া ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের অধিভূক্তি বাতিলে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা।

৩ দফা দাবিতে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- ছাত্রী নিপীড়নের বিচার, বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক আল-আমিন রহমানের বহিষ্কার ও আন্দোলনের সমন্বয়ক মশিউরকে কেনো পুলিশে দেওয়া হলো সে বিষয়ে প্রশাসনের জবাবদিহিতা। 

এর আগে ১৭ জানুয়ারি (বুধবার) বেলা ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’। এসময় তারা মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাত্র ইউনিয়ন একটি মিছিল বের করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে প্রক্টর কার্যালয়ের গেইট বন্ধ করে দেয়ার চেষ্টা করলে গেইট ভেঙে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে তার কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় তারা প্রক্টরবিরোধী নানা স্লোগান দিতে থাকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা প্রক্টর অফিস ঘেরাও করে অবস্থান করছিল। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত