এসএসসি পরীক্ষার পূর্বে ফেসবুক বন্ধ রাখার পরামর্শ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৮, ২৩:১৫

জাগরণীয়া ডেস্ক

প্রশ্ন ফাঁস প্রতিরোধ এবং পরীক্ষা নকলমুক্ত করতে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার তিনঘন্টা পূর্বে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।

সোমবার অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় মনিটরিং কমিটির সভার বৈঠকে এ পরামর্শ দেয়া হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আফরাজুর রহমান বলেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে পরিক্ষা শুরুর তিন ঘণ্টা আগে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিগতভাবে বন্ধ রাখার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। তবে যেহেতু অন্যান্য মন্ত্রণালয় এ বিষয়ের সঙ্গে জড়িত, তাই তাদের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়াও পরীক্ষার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো রোধ, ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত