রাত ৮টার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১৬:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২১ অক্টোবর (শনিবার) সকালে টিএসসি ভারপ্রাপ্ত পরিচালক এ এম এম মহিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘টিএসসিতে বহিরাগতদের আগমনে অনেক শৃঙ্খলাভঙ্গ হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ও শিক্ষার্থীদের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রাত ৮টার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের বিষয়ে গত ১৭ অক্টোবর টিএসসি ভারপ্রাপ্ত পরিচালক এ এম এম মহিউজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে সেটি টিএসসিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ১৯টি সংগঠন জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাত ১১টা পর্যন্ত শিথিল করা যেতে পারে।