স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে রাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৭, ১৯:৪৫
স্বাধীন ভূমি কমিশন গঠনসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট (সোমবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে রাবি শাখা আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহী মহানগর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।
অন্য দাবিগুলো হল আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্রগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন।
মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান বলেন, ‘পাহাড়ী আদিবাসীদের উপর বিভিন্নভাবে বৈষম্য নিপীড়ন করা হচ্ছে। তাদের বাড়ি-ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ধর্ষণ করা হচ্ছে। আদিবাসীরা রাস্তায় বের হতে পারে না। সবসময় তাদের মধ্যে শঙ্কা কাজ করে। সরকারকে বলতে চাই, বাংলাদেশে যে জাতীয় শিক্ষানীতি, নারী উন্নয়ন নীতি রয়েছে তাতে আদিবাসীদের অধিকারের কথা রয়েছে। কিন্তু সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে।’
এসময় পাহাড়ি ছাত্র পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি দীপেন চাকমা বলেন, ‘বাংলাদেশের আদিবাসীরা আজ সুখে নেই। আদিবাসীরা আজ ভূমিহীন হচ্ছে। এই ধারাবাহিকতা যদি বাংলাদেশে থাকে, তবে আদিবাসীরা হারিয়ে যাবে। বাংলাদেশে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় ২০ বছর অতিবাহিত হওয়ার পরেও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। চুক্তির মৌলিক বিষয়গুলোও বাস্তবায়ন হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আজকে আমরা ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করছি। এ থেকে এটাই প্রমাণ হয় যে, বাংলাদেশের আদিবাসীরা আজ সুখে নেই। শুধু আদিবাসীরাই নয়, সংখ্যালঘুরাও আজ সুখে নেই।’
পাহাড়ি ছাত্র পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক দীপনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, রাজশাহী মহানগরের তথ্য ও প্রচার সম্পাদক মংখেউ, রাবি ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ। এ সময় শতাধিক পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।