ঢাবি সিনেটে ভিসি প্যানেল চূড়ান্ত
প্রকাশ : ২৯ জুলাই ২০১৭, ২০:৩১
জাগরণীয়া ডেস্ক
বিকল্প প্রস্তাব না থাকায় ভোট ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট উপাচার্য প্যানেল চূড়ান্ত করেছে। তবে ইতোমধ্যে সভা নিয়ে প্রশ্ন উঠেছে।
২৯ জুলাই (শনিবার) বিএনপি সমর্থক এবং সরকার সমর্থকদের একাংশের আপত্তির মধ্যে উপাচার্য প্যানেল মনোনয়নে সিনেটের সভা অনুষ্ঠিত হয়।
সিনেট সদস্য শফিউল আলম ভূইয়া জানিয়েছেন, সভায় বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আজিজের প্যানেল পাস হয়।
গণমাধ্যমকে তিনি বলেন, অন্য কোনো প্যানেলের প্রস্তাব না থাকায় একমাত্র প্যানেলটিই পাস হয়। এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতেও গিয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষক, তাতে হাইকোর্ট সিনেটের এই অধিবেশন স্থগিত করে আদেশ দিয়েছিল। কিন্তু হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করার পর এই নির্বাচনের বাধা কেটে যায়।