ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা জোরদারের নির্দেশ
প্রকাশ : ২৩ জুন ২০১৭, ১৫:২১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/06/23/image-9633.jpg)
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঘোষিত ছুটিতে দেশের সব ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস, এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিত করতে স্ব স্ব ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২২ জুন (বৃহস্পতিবার) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়। পাঠানো নির্দেশনায় সাইবার নিরাপত্তা ও রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের ভল্টের নিরাপত্তা জোরদার করারও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার নিরাপত্তাব্যবস্থা পালাক্রমে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে তদারকির পরামর্শও দেওয়া হয়।