২৩-২৪ জুন পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রকাশ : ২১ জুন ২০১৭, ১৬:৩৩

জাগরণীয়া ডেস্ক

তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা ঈদের আগে পরিশোধের জন্য সংশ্লিষ্ট এলাকায় আগামী ২৩ ও ২৪ জুন (শুক্রবার ও শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে আগামী (২৪ জুন) শনিবার ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২০ জুন (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ-উল-ফিতরের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

এ ছাড়া আগামী ২৩ জুন শুক্রবার অর্ধদিবস (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত) এবং ২৪ জুন শনিবার পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) ব্যাংক খোলা রাখতে হবে। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত