বাজেট ২০১৭-১৮: ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা
প্রকাশ : ০১ জুন ২০১৭, ২০:১১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/06/01/image-9047.jpg)
আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা। ১ জুন (বৃহস্পতিবার) চার লাখ ২৬৬ কোটি টাকার বিশাল এই বাজেট জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। তাতে দেখা গেছে, বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে চার লাখ ২৬৬ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি বাজেট ধরা হচ্ছে এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা। শতকরা হারে যা জিডিপির ৫ ভাগ। বরাবরের মতো এবারও অভ্যন্তরীণ উৎস এবং বিদেশি সাহায্য থেকে ঘাটতি মেটানো হবে।