'আমরা পরনির্ভরশীলতা কমিয়েছি'

প্রকাশ : ২৯ জুন ২০১৬, ২২:৪৬

জাগরণীয়া ডেস্ক


"আমরা পরনির্ভরশীলতা কমিয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আগে বাজেট বাস্তবায়ন করতে হলে অন্যের থেকে অনুদান নেওয়ার প্রয়োজন হতো, এখন আর অন্যের মুখাপেক্ষী হতে হয় না।” বুধবারের সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, "২০০৮-০৯ অর্থবছরে বৈদেশিক অনুদানের প্রস্তাবিত হার ছিল ৬.৪ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে বৈদেশিক অনুদান হার ধরা হয়েছে মাত্র ১.৬ শতাংশ"। 

তিনি আরো বলেন, “এখন উন্নয়ন বাজেটের ৯০ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর অনেক উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছি।”

বিশ্ব মন্দা সত্ত্বেও বিনিয়োগ ৪৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আরও বিনিয়োগ যাতে হয় তার জন্য আমরা উদারনীতি গ্রহণ করেছি।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত